অস্কারের মঞ্চে ‘ইন মেমোরিয়াম’ বিভাগে স্মরণ করা হল ইরফান খান এবং ভানু আথাইয়াকে

৯৩ তম অস্কারের মঞ্চে ‘ইন মেমোরিয়াম’ বিভাগে স্মরণ করা হল প্রয়াত তারকাদের। বিশ্বখ্যাত প্রয়াত শিল্পীদের সম্মান দেওয়া হয় অ্যাকাডেমি অব মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্সেসের ‘ইন মেমোরিয়াম’ বিভাগে। এবারে সেই বিভাগে স্মরণ করা হল প্রয়াত অভিনেতা ইরফান খান এবং ভারতের প্রথম অস্কার জয়ী ডিজাইনার ভানু আথাইয়াকে স্মরণ করা হল ‘ইন মেমোরিয়াম’ বিভাগে। গত বছর আমরা হারিয়েছি বলিউডের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা ইরফান খানকে। চলচিত্র জগতকে শোকস্তব্ধ করে প্রয়াত হন তিনি। শুধু ভারতীয় ছবিই নয়,  হলিউডের বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন ইরফান। ‘জুরাসিক ওয়ার্ল্ড’, ‘লাইফ অব পাই’, ‘অ্যামেজিং স্পাইডার ম্যান’, নেমসেক, স্লামডগ মিলিয়নেয়ার, ইনফার্নো’র মতো ছবিতে অভিনেতা হিসেবে দেখা গিয়েছে তাঁকে। এ ছাড়াও তাঁর অভিনীত পান সিং তোমর, মকবুল ও বাফটায় মনোনীত লাঞ্চ বক্সে তিনি তাঁর দক্ষতার পরিচয় রেখেছেন ৷ ক্যান্সারের সঙ্গে লড়াই করেছিলেন টানা ২ বছর। গত বছর এপ্রিল মাসে প্রয়াত হন ইরফান। ৯৩তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসরের মেমোরিয়ামের মন্তাজে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় কিংবদন্তি এই অভিনেতাকে ৷ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মেমোরিয়াম পেজে ইরফানকে স্মরণ করেছেন অভিনেত্রী ফ্রিডা পিন্টো। তাঁর কথায়, “ইরফানের মতো কেউ ছিল না। অভিনেতা হিসেবে ওঁর যে ট্যালেন্ট, পাশাপাশি আভিজাত্য… মানুষ হিসেবেও সব দিক থেকে অনেক উন্নত মানের ছিলেন।” ‘স্লামডগ মিলিওনিয়ার’ ছবিতে ইরফানের সঙ্গে কাজের সুযোগ পেয়েছিলেন ফ্রিডা। অস্কারের আসরে শ্রদ্ধা জানানো কস্টিউম ডিসাইনার ভানু আথাইয়াকে। ১৯৮৩ সালে তিনি অস্কার জিতেছিলেন রিচার্ড অ্যাটেনবরো পরিচালিত ছবি ‘গান্ধী’র পোশাক পরিকল্পনার জন্য। ২০২০-র অক্টোবর মাসে প্রয়াত হন ভানু। মস্তিষ্কের রোগে আক্রান্ত ছিলেন তিনি। বলিউডের প্রচুর কালজয়ী ছবিতে কাজ করেছেন তিনি। ‘সিআইডি’, ‘পিয়াসা’, ‘কাগজ কে ফুল’, ‘সাহেব বিবি গুলাম’, ‘তিসরি মঞ্জিল, ‘লেকিন’, ‘লগান’ এমন বহু ছবিতে পোশাক পরিকল্পনা করেছেন। এছাড়াও যে প্রয়াত শিল্পীদের সম্মান জানানো হল সেই তালিকায় রয়েছে ইয়ান হোম, সন কোনারি, ম্যাক্স ভন সিডো, ক্রিস্টোফার প্লামার, চ্যাডউইক বোসম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *