দিওয়ালিতে মুক্তি পেতে চলেছে ‘জার্সি’

আপকামিং ছবি ‘জার্সি’-র মুক্তির তারিখ ঘোষণা করলেন শাহিদ কাপুর। ৫ নভেম্বর ২০২১, দিওয়ালিতে রিলিজ হতে চলেছে শাহিদ কাপুর এবং ম্রুণাল ঠাকুর অভিনীত ‘জার্সি’। শাহিদ ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে লেখেন, ‘অদম্য এক আত্মার জয়। এমন এক যাত্রা যার জন্য আমি গর্বিত। আমার টিম…’। ডিসেম্বর মাসে ‘জার্সি’র শুটিং শেষ করে শাহিদ নিজের ছবি ইনস্টাতে পোস্ট করে লেখেন, ‘জার্সি’-র র‍্যাপ আপ হল…সাতচল্লিশ দিনের শুটিং হল কোভিডে। অবিশ্বাস্য। আমি আমার টিমের জন্য গর্বিত। এটাকে বিস্ময়কর ছাড়া আর কিছুই বলতে পারি না। এতটা ঝুঁকি নিয়ে প্রতিদিন সেটে এসে আমরা যা ভালবাসি তা করার জন্য আমি আমার ইউনিটের প্রত্যেককে ধন্যবাদ জানাই। এমন এক গল্প যা মানুষের হৃদয় ছোঁবে এবং এক পার্থক্য সৃষ্টি করবে। জার্সি এক ফিনিক্সের কথা বলে যা মৃত্যুর পর ছাই থেকে আবার জন্ম নেয়। অদম্য এক আত্মার জয়। কিছু কিছু ফিল্মের অন্তর্নিহিত চেতনার সাথে যোগাযোগ স্থাপন করতে পারি। ‘জার্সি’ এমন এক ছবি। যেহেতু আমরা সকলে মহামারীর সঙ্গে লড়াই করছি। আসুন সর্বদা মনে রাখি… এ সময়ও চলে যাবে। এটাই আমার কাছে সেরা ফিল্ম মেকিংয়ের অভিজ্ঞতা । এটাই জার্সি… উই শ্যাল ওভার কাম!!!’ ‘জার্সি’ তেলগু ছবির রিমেক । তবে ছবির নাম এবং পরিচালক বদলায়নি। তেলগু ছবিটি পরিচালনা করেছিলেন গৌতম তিন্নৌরি। তিনিই শাহিদ অভিনীত ‘জার্সি’-র পরিচালক। শাহিদ ছবিতে একজন ক্রিকেট উত্‍সাহী মানুষ। যার চল্লিশ বছর বয়সে পৌঁছে ভারতীয় ক্রিকেট দলে জায়গা করে নেওয়ার স্বপ্নপূরণ হয়।

JERSEY releasing in theatres this DIWALI 5th November 2021. The triumph of the human spirit. A journey I am so very…

Posted by Shahid Kapoor on Saturday, 16 January 2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *