আধুনিক গানের অনুষ্ঠান আর করবেন না, জানিয়ে দিলেন কবীর সুমন

৭৫ বছরের জন্মদিন উপলক্ষে আগামী ১৭ মার্চ, একটি অনুষ্ঠান করবেন কবীর সুমন। যেখানে তিনি গাইবেন বাংলা খেয়াল ও আধুনিক গানও। এরপরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এক বড় সিদ্ধান্তের কথা জানান তিনি। কবীর সুমন লিখেছেন, ‘১৭ মার্চ ২৪, সন্ধ্যাবেলা কলকাতায় অর্ধেক সময় বাংলা খেয়ালের সঙ্গে বাকি অর্ধেক আধুনিক বাংলা গানের যে অনুষ্ঠানটি আমি করব সেটাই হতে চলেছে আমার শেষ আধুনিক গানের অনুষ্ঠান। বাংলাদেশেও আর যেতে পারব না আধুনিক গানের অনুষ্ঠান করতে। বাংলা খেয়ালের অনুষ্ঠান করতে চাই, করবও। বাকি জীবন আমার মাভাষায় খেয়াল গান রচনা করে যেতে, গেয়ে যেতে আর যথাসম্ভব শিখিয়ে যেতে চাই’। আধুনিক গান না গাইলেও কবীর সুমন এখন থেকে নিয়মিত বাংলা গানের খেয়ালের অনুষ্ঠান করতে চান, সেকথাও জানিয়েছেন তিনি। কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন যে তিনি আর কলকাতায় থাকতে চান না। এরপরেই আধুনিক গান গাওয়া নিয়ে নিজের এই সিদ্ধান্ত জানালেন বর্ষীয়ান গায়ক।