শুরু হতে চলেছে নতুন যুগ। নাগ অশ্বিনের হাত ধরে দুষ্টের দমন করতে আসছে ভৈরব। মুক্তি পেল কল্কি 2898এডি ট্রেলার। ৩ মিনিটের ট্রেলারে অ্যাকশনের পাশাপাশি নজর কাড়ল গ্রাফিক্সের চমক। খলনায়কের ভূমিকায় নজর কাড়লেন বাংলার জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। ‘বাহুবলী’ তারকা প্রভাসের বিপরীতে খলনায়ক বাংলার ‘বব বিশ্বাস’। প্রথম লুকে বাজিমাত করলেন অমিতাভ বচ্চন, কমল হাসান ও দীপিকা পাড়ুকোন। ট্রেলার মুক্তির এক ঘণ্টার মধ্যেই প্রায় এক মিলিয়ন মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। পাশাপাশি এখন থেকেই আমেরিকায় অগ্রিম বুকিং খুলে দেওয়া হয়েছে ৷