ফেব্রুয়ারিতেই দ্বিতীয়বার মা হচ্ছেন করিনা

ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই দ্বিতীয়বার মা হচ্ছেন করিনা কাপুর খান। সম্প্রতি এমনই জানান সইফ আলি খান। ফেব্রুয়ারিতেই ছোট্ট তৈমুর দাদা হচ্ছে। ফলে এই মুহূর্তে তাঁরা যেমন বিষয়টি নিয়ে বেশ চিন্তায় রয়েছেন, তেমনি উত্তেজনাও রয়েছে। কিছুদিনের মধ্যে হাজির হচ্ছে তৈমুরের খেলার সঙ্গী, সেই কারণে সমস্ত ব্যবস্থা করতে তাঁরা ব্যস্ত। সইফের কথায়, তাঁদের দ্বিতীয় সন্তানের আসার কথা ছিল মার্চে কিন্তু পরিকল্পনায় বদল আসে। যদিও করিনার দ্বিতীয় সন্তানের জন্ম কোথায় হবে, সে বিষয়ে কিছু জানাননি সইফ আলি খান। এদিকে দ্বিতীয় সন্তানের জন্মের পর, পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে তবেই শ্যুটিংয়ে ফিরবেন বলে জানিয়েছেন সইফ আলি খান।