আসছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বায়োপিক। দুই বাংলাকে যিনি শিখিয়েছিলেন “সবচেয়ে বড় অস্ত্র কালি-কলম”। ছবিতে কাজী নজরুল ইসলামের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা কিঞ্জল নন্দ। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক আব্দুল আলিম। আপাতভাবে বায়োপিকের নাম “কাজী নজরুল ইসলাম” ঠিক করেছেন নির্মাতা মহল। এই ছবির মাধ্যমেই পরিচালনার যাত্রা শুরু করতে চলেছেন পরিচালক। জেবি প্রোডাকশনের ব্যানারে প্রযোজক জাহানারা বেগমের হাত ধরে আসছে বায়োপিকটি । এছাড়া স্ক্রিপ্ট লিখেছেন সৌগত বসু এবং ছবিতে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন জয় সরকার। কিঞ্জল ছাড়াও বায়োপিকে একে ফজলুল হকের চরিত্রে থাকছেন খরাজ মুখার্জি, নার্গিসের চরিত্রে থাকছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। কাজী নজরুল ইসলামের বায়োপিকে অভিনয়, জীবনের বড় পাওয়া, এই প্রসঙ্গে অভিনেতা জানান,”অবশ্যই, আমি নিজেকে ভাগ্যবান মনে করছি এর জন্য। আমায় যে পরিচালক পছন্দ করেছেন, এত বড় দায়িত্ব দিয়েছেন, আমি সত্যিই কৃতজ্ঞ।”