গায়ে হলুদের ভিডিয়ো শেয়ার করলেন কোয়েল !

মা হওয়ার পর থেকে ফের বেজায় ব্যস্ত হয়ে পড়েছেন কোয়েল মল্লিক। এসবের মাঝেই পুরনো ভিডিয়ো শেয়ার করলেন অভিনেত্রী। যেখানে কোয়েলের গায়ে হলুদের ভিডিয়ো দেখা যায়। কোয়েল জানান, ‘ঘরে অ্যান্ড বাইরে’ ছবির শ্যুটিংয়ের সময় ওই ভিডিয়ো শ্যুট করা হয়। এবার সেই পুরনো ভিডিয়োই শেয়ার করেন অভিনেত্রী। পুরনো শ্যুটের কথা মনে করেই ‘ঘরে অ্যান্ড বাইরে’-র গায়ে হলুদের ভিডিয়ো শেয়ার করেন অভিনেত্রী।