মারাঠি নববর্ষে শ্রোতাদের জন্য উপহার লতা মঙ্গেশকর-এর

বাঙালিদের সঙ্গেই উত্‍যাপিত হয় মাঠারিদের নববর্ষ। উত্‍সবে একটি সুন্দর নামও রয়েছে–‘গুডি পারওয়া’। সেই উত্‍সবকেই আরও সুন্দর করে তুলতে, আরও শ্রুতিমেদুর করে তুলতে উপহার নিয়ে হাজির কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকর। মুক্তি পেয়েছে লতা মঙ্গেশকর-এর কণ্ঠে গাওয়া একটা গোটা অ্যালবাম।  ‘ভাওয়ার্থা মৌলি’ নামে এই অ্যালবামে আছে ১০টি গান। প্রত্যেকটি গানই ভক্তিগীতি। চমক এখানেই শেষ নয়। গানের রচয়িতা ১৩ শতাব্দীর কবি ও সাধু ধ্যানেশ্বর। যাঁর কথায় সুর দিয়েছেন লতার ভাই পণ্ডিত হৃদয়নাথ মঞ্জেশকর। সাধু ধ্যানেশ্বরের ভাবনাকে নবপ্রজন্মের সামনে তুলে ধরতে পেরে আবেগাপ্লুত লতা। এক সাক্ষাত্‍কারে তিনি বলেছেন, “সাধু ধ্যানেশ্বেরর মতো এক মহান সাধুর ভাবনা ও কাজকে এই প্রজন্মের কাছে তুলে ধরতে পেরে আমি সম্মানিত। এটা আমার সৌভাগ্য। আমি ও আমার ভাই হৃদয়নাথ দু’জনেই ধ্যানেশ্বরের ভক্তিকে তুলে ধরতে চেষ্টা করেছি নবপ্রজন্মের কাছে। অ্যালবামটি তৈরি করতে আমাদের যতখানি ভাল লেগেছে, আমাদের আশা শ্রোতাদেরও গানগুলি শুনতে ততখানি ভাল লাগবে।” একই ভাব প্রকাশ করেছেন পণ্ডিত হৃদয়নাথ মঞ্জেশকর। তিনি বলেছেন, “বিগত ৫০ বছর ধরে আমি আর লতাদিদি এই কম্পোজিশনের উপর কাজ করছি। কাজটি করতে গিয়ে আমার মনে হয়েছে, লতাদিদি ধ্যানেশ্বরের ভাবকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন নিজের মতো করে। প্রত্যেক গানের ক্ষেত্রেই লতাদিদির এই জাদু আমরা অনুভব করতে পারি। এবারও তার ব্যতিক্রম হয়নি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *