হুমা কুরেশি অভিনীত ওয়েব সিরিজ ‘মহারানি-র দুটি সিজনই দর্শকদের মন কেড়েছে। দর্শক অপেক্ষা করেছিলেন তৃতীয় সিজনের জন্য। সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে আর কয়েকদিনের মধ্যেই। বহু প্রতীক্ষিত এই ওয়েব সিরিজের ট্রেলার আজ মুক্তি পেয়েছে। ‘মহারানি ৩’-এ ট্রেলারে রানি ভারতীর ভূমিকায় হুমা কুরেশিকে আবারও শক্তিশালী চরিত্রে দেখা যাচ্ছে। ৭মার্চ থেকে এই ওয়েব সিরিজটি দেখানো হবে।