বলি তারকাদের থেকে উদ্ধার হওয়া মোট ৮৫টি গ্যাজেটের ডেটা এক্সট্র্যাকশনের ব্যবস্থা করছে এনসিবি

বলিউডে মাদক যোগ নিয়ে তদন্ত এখনও বহাল। মাদক যোগ কান্ডে নাম উঠে এসছে বলিউডের নামকরা তারকাদের। বিভিন্ন সময় তাঁদের গ্রেফতারও করা হয়েছে। আবার ছেড়েও দেওয়া হয়েছে। কিছু জনকে জিজ্ঞাসাবাদ করেও ছেড়ে দিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সাম্প্রতিক কালে, এনসিবি বলিউড সেলিব্রিটি এবং তাঁদের সহকারীদের থেকে উদ্ধার হওয়া মোট ৮৫টি গ্যাজেটের ডেটা এক্সট্র্যাকশনের ব্যবস্থা করছে। ৮৫টি গ্যাজেটের মধ্যে রয়েছে ১-২ল্যাপটপ, ট্যাবলেট এবং পেন ড্রাইভ। ডিরোক্টেরেট অফ ফরেনসিক সায়েন্সেসকে (ডিএফএস) এনসিবি র পক্ষ থেকে জানানো হয় যে মাদকসেবনকারীদের কাছে পোঁছতে ফরওয়ার্ড করা মেসেজ এবং ফোন কল ভীষণভাবে সাহায্য করবে। সূত্রের খবর, রিয়া চক্রবর্তী, তাঁর ভাই সৌভিক চক্রবর্তী, সারা আলি খান, অর্জুন রামপাল, শ্রদ্ধা কাপুর, দীপিকা পাড়ুকোন এবং তাঁদের সহযোগীদের মোট ৮৫ গ্যাজেট গান্ধী নগরে ডিরেক্টোরেট অফ ফরেনসিক সায়েন্সেস-এ (ডিএফএস) পাঠানো হয়েছে। ঘনিষ্ঠ এক সূত্র জানায় যে, গুজরাটের ফরেন্সিক দফতর আপাতত ৩০ টি ফোনের উদ্ধার হওয়া যাবতীয় তথ্য এনসিবির কাছে পাঠিয়েছে। ডেটা যা এনসিবির হাতে পোঁছেছে তার মধ্যে রয়েছে ডিলিট হওয়া ভয়েস ক্লিপস, ভিডিও ক্লিপস, চ্যাট মেসেজ। সূত্রের খবর, এনসিবির তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হওয়া মোট ২৫টি মাদকের স্যাম্পেলও পাঠানো হয়েছে গুজরাট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে। ফরেনসিক মাদকের গুণমান পরীক্ষা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *