চুপি চুপি ভালোবাসায় মেতেছেন নীল-তৃণা

গত ৪ ফেব্রুয়ারি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সাত পাকে বাঁধা পড়েন টেলি পাড়ার জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা। বিয়ের পর বউভাত, ফুলসজ্জার অনুষ্ঠানও হয়ে গিয়েছে। এবার পালা মধুচন্দ্রিমার। কিন্তু নব-দম্পতি কোথায় হানিমুন করছেন তা খোলসা করেননি তাঁরা। বাগদান থেকে ব্যাচল পার্টি বা বিয়ে সব কিছুইতেই চমক দিয়েছেন নীল-তৃণা। হানিমুনেও নিশ্চয় থাকবে কোনও বড় চমক। কিন্তু বিয়ের পর এই জুটির প্রেম বেড়ে গিয়েছে দ্বিগুন। সম্প্রতি নীল একটি ভিডিও শেয়ার করেছেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। লাল শাড়ি, গা ভর্তি গয়না তৃণার। নীলও পরেছেন লাল, জরির কাজ করা পাঞ্জাবি। আলো আধারিতে ঘেরা এক সুন্দর ঘরে রোমান্টিক মুহূর্তে ধরা দিলেন তাঁরা। এই ভিডিও দেখে মনে হচ্ছে কোনও বিশেষ জায়গায় চুপি চুপি ভালোবাসায় মেতেছেন তাঁরা। এই ভিডিওটি শেয়ার হতেই ভাইরাল হয়। বহু মানুষ প্রশংসা করেছেন তাঁদের। এই ভিডিও দেখে অনেকেই বলছেন, তবে কি এটা হানিমুনের ভিডিও? যদিও কিছু লেখেননি নীল। তবে ভিডিও দেখে মনে হচ্ছে ছোট্ট একটা হানিমুন সেরে নিচ্ছেন তাঁরা। এরপর থাকবে বড় কোনও প্ল্যান। ভিডিওতে অরিজিত সিংয়ের গান, “দরখাস্ত’-এ দু’জনে একে অপরকে ভালোবাসায় ভরালেন।

Tu Meri Bahon main duniya bhula de❤️❤️@trinasaha21 #love #forever #feelitreelit #trineel #goneel

Posted by Neel Bhattacharya on Tuesday, 9 February 2021