নীল-তৃণার ফুলসজ্জা

৪ ফেব্রুয়ারি, জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সাতপাকে বাঁধা পড়েছেন টেলি তারকা নীল ভট্টাচার্য-তৃণা সাহা। বাইপাসের একটি অভিজাত রিসোর্টে বসেছিল বিয়ের আসর। নীল-তৃণার রূপকথার বিয়ের সাক্ষী থেকেছে টলিপাড়া। নতুন শ্বশুরবাড়িতে গিয়ে সেখানকার সদস্যদের সঙ্গে খোশমেজাজেই ধরা পড়েন তৃণা। তাঁদের সঙ্গে পোজ দিয়ে ছবি তুলতেও দেখা যায় অভিনেত্রীকে। ৬ ফেব্রুয়ারি ছিল নিয়মমাফিক ‘ত্রিনীল’-র বউভাত এবং ফুলসজ্জা। সেই দুটি অনুষ্ঠানই মিটেছে সুষ্ঠুভাবে। বউভাতে লাল-সবুজের মিশেলে একটি সিল্কের শাড়িতে নীলের পাতে ঘি-ভাত পরিবেশন করেছেন ‘গুনগুন’। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। বাড়িতে থেকে আসা তত্ত্বের ছবিও ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন তৃণা সাহা। এরপর সন্ধ্যায় আত্মীয় বন্ধুদের সঙ্গে কেটেছে হুল্লোড় করে।  সেই ফুলসজ্জার সন্ধ্যার একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ার ‘হট কেক’। যেখানে তৃণাকে ‘টুম্পা সোনা’ গানে তুমুল নাচতে দেখা গিয়েছ। তবে ভিডিওতে অন্যান্য বন্ধুদের দেখা গেলে নীলকে দেখা যায়নি। নীল-তৃণার ফুলসজ্জার কিছু ছবিও উঠে এল সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায় ফুলের সাজে সেজেছেন নব-দম্পতি।

https://www.instagram.com/p/CK9F0eNB_oo/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/CK9e7inhxIS/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/CK-eav0BdZ5/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/CK-e0S3Blxk/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/CK-fFIihfTH/?utm_source=ig_web_copy_link