১৩ জানুয়ারি পর্যন্ত সোনুর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না, মুম্বাই হাইকোর্টের নির্দেশ

গতকাল বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (বিএমসি)-র নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে মুম্বাই হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন সোনু সুদ। আজ বিচারপতি পৃথ্বীরাজ চৌহানের এজলাসে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। যদিও ১৩ জানুয়ারি পর্যন্ত শুনানি স্থগিত রাখার নির্দেশ দেন বিচারপতি। এমনকি ওইদিন পর্যন্ত সোনুর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না বলেও আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে।