শুধু বলিউডে নয় এইবার দেখা যাবে দক্ষিণী ছবিতে জাহ্নবী কাপূকে

বলিউডের চলচ্চিত্র জগতে নানা ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপূরকে। এইবার তাঁকে দেখা যাবে দক্ষিণী ছবিতে ডেবিউ করতে। পরিচালক পুরী জগন্নাথের পরবর্তী তেলুগু ছবিতে বিজয় দেবরাকোণ্ডার বিপরীতে দেখা যেতে পারে অভিনেত্রী জাহ্নবী কাপূরকে। নতুন ছবি ‘জন গণ মন’ যার প্রযোজনা করতে চলেছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন ও পুরী কানেক্টস-এর সাথে যৌথভাবে। পুরী জগন্নাথের পরিচালনায় ‘লাইগার’ ছবিতে অভিনয় করছেন বিজয় দেবরাকোণ্ডা, এই ছবির শুটিং তাড়াতাড়ি শেষ করেই পরবর্তী ছবি ‘জন গণ মন’-এর শুটিং শুরু করার কথা ভাবছেন পরিচালক।