গোলাপী বিকিনিতে ভাইরাল নুসরতের ছবি

জলের পাশে দাঁড়িয়ে ফটোশ্য়ুট করলেন বলিউড নায়িকা নুসরত বারুচা। গোলাপী রঙের বিকিনি পরে নুসরত এই ফটোশ্য়ুট করেন। অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিকিনি পরা একের পর এক ছবি শেয়ার করেন। এই ছবি দেখে নুসরত ভক্তরা বেশ উচ্ছ্বসিত। গোলাপী রঙের বিকিনির সঙ্গে মনোকিনি পরেও ফটোশ্যুট করতে দেখা যায় নুসরতকে। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নুসরত যখন একের পর এক ছবি শেয়ার করেন, তা দেখে আট থেকে আশির হৃদয়ে ঢেউ ওঠে।