মধুচন্দ্রিমায় গিয়ে স্বর্গ দেখলেন আদিত্য!

১ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েছেন আদিত্য নারায়ণ এবং শ্বেতা আগরওয়াল।  বিয়ের কয়েকদিন পর এবার মধুচন্দ্রিমায় গেলেন নব-দম্পতি। বিয়ে এবং রিসেপশনের কয়েকদিন পর এবার জম্মু কাশ্মীরে বেড়াতে গেলেন আদিত্য নারায়ণ এবং শ্বেতা আগরওয়াল। পাশাপাশি এই প্রথম কাশ্মীরে গেলেন তিনি বলেও জানান আদিত্য। স্বর্গ কীভাবে মর্তে নেমে এসেছে, কাশ্মীরকে না দেখলে, বিশ্বাস হত না বলেও মন্তব্য করেন রিয়্যালিটি স্টার। স্ত্রী শ্বেতার সঙ্গে মধুচন্দ্রিমায় গিয়ে সেখান থেকে ছবি শেয়ার করলেন আদিত্য।  নিজের সোশ্যাল হ্যান্ডেলে নতুন ছবি শেয়ার করেন উদিত-পুত্র। নিজেদের ছবিতে আদিত্য ক্যাপশন দেন, ‘অতুলনীয় ভারত’। আদিত্য-শ্বেতার ওই ছবিতে ‘অতুলনীয় ভারতের’ ক্যাপশন দেখে উদিত-পুত্রের অনুরাগীরা আপ্লুত হয়ে পড়েন। সেই সঙ্গে আদিত্য-র প্রশংসাও শুরু করে দেন তাঁরা।