মানব জীবনের সাদা-কালো দিকটাই উঠে আসতে চলেছে অর্ণর প্রথম পরিচালনায়

অনির্বাণ পথ দেখিয়েছিলেন। শেক্সপিয়রের “ম্যাকবেথ” নাটক থেকে ছবি ‘মন্দার’, ‘বল্লভপুরের রূপকথা’ বানিয়ে। দুটোই সুপারহিট। সেই পথে এবার অর্ণ। চার শতাব্দীর পুরনো কালজয়ী শেক্সপিয়রের নাটক ‘ওথেলো’কে অথৈ নাম দিয়ে এর আগে একাধিকবার মঞ্চস্থ করেছেন। এবার পর্দায় ‘অথৈ’কে সফল করার পালা। সাফল্য যাতে অধরা না থাকে তার জন্য ডেকে নিয়েছেন সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্যকে। সোহিনী অথৈতে কেন্দ্রীয় নারীচরিত্র ‘ডেসডিমোনা’। বাংলা রূপান্তরে ‘দিয়ামোনা’। ছবির ক্রিয়েটিভ ডিরেক্টরের ঝক্কি সামলানোর পাশাপাশি অনির্বাণ ‘ইয়াগো’ বা ‘গোগো’। প্রযোজনায় এসভিএফ। সম্প্রতি, মুক্তি পেয়েছে তার প্রচার ঝলক। সেখানেই দেখা গিয়েছে ছোট অনির্বাণ ছোট অর্ণর জামা বেশি করে ছিড়ে দিয়ে তাকে দেখাচ্ছে! বড় হয়ে এই দুই বন্ধু একসঙ্গে বাইকে চেপে ঘোরেও। কিন্তু ছোটবেলার ওই একটি ঘটনা কি তাদের মনে কোনও ছায়া ফেলেনি? বাড়ির বড়রা এই কাণ্ডকে নিছক ছেলেমানুষীর তকমা দেবেন। মনস্তত্ত্ববিদেরা একেই বলেন শিশুমনে হিংসে বা ইর্ষার বীজ বপন। যা অর্ণর মনে ছায়া না ফেললেও অনির্বাণের মন ছোটবেলার মতোই অকরুণ। তিনি তাই প্রেম, ভালবাসা, বন্ধুত্বে বিশ্বাসী নন। টিজারেই ঝলক, মানব জীবনের সাদা-কালো দিকটাই উঠে আসতে চলেছে অর্ণর প্রথম পরিচালনায়।