২০০ কোটি না মিললে রাজ কাপুরের জন্মভিটে বিক্রিতে নারাজ বর্তমান মালিক

বহুদিন ধরেই পাকিস্তানের পেশওয়ারে রাজ কাপুরের জন্মভিটে, কাপুর হাভেলি বিক্রির কথাবার্তা চলছিল। সবকিছু মোটামুটি স্থির হওয়ার পরেও শেষ মুহূর্তে বেঁকে বসলেন বাড়ির বর্তমান মালিক হাজি আলি সাবির। রাজ কাপুরের পৈতৃক এই বাড়িটি পেশওয়ারের খাইবার পুখতুনখাওয়া প্রদেশে অবস্থিত। পাক সরকার ওই কাপুর হাভেলিতে একটি চলচ্চিত্রের মিউজিয়ম করতে চেয়েছিল। বর্তমান মালিকের সঙ্গে দেড় কোটি টাকায় রফাও হয়। কিন্তু শেষ মুহূর্তে হাজি আলি সাবির জানান, ওই বাড়িটির ঐতিহাসিক মূল্য, জমি-জায়গা এবং তার অবস্থানের নিরিখে অনেক বেশি দাম হওয়ার কথা। পাকিস্তানের টাকায় অন্তত ২০০ কোটি টাকা দাম হওয়া উচিত ওই বাড়ির। তাঁর বক্তব্য, ওই এলাকায় অর্ধেক মার্লা (পাকিস্তানের মাপন একক) এলাকাও দেড় কোটি টাকায় পাওয়া যায় না। সেখানে ছয় মার্লা কাপুর হাভেলি ওই টাকায় দেওয়া সম্ভব নয়। দেশভাগের আগে পাকিস্তানে থাকার সময় ওই বাড়িটি বানিয়েছিলেন রাজ কাপুরের ঠাকুরদা। ১৯১৮ থেকে ১৯২২ সালের মধ্যে বাড়িটি বানানো হয়। ওই বাড়িতেই জন্মেছিলেন ভারতীয় সিনেমার প্রবাদপ্রতীম নায়ক রাজ কাপুর। মুম্বইতে এসে সিনেমায় নামেন তিনি। তারপর থেকেই বলিউডে কাপুর বংশের রমরমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *