করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন পন্ডিত রাজন মিশ্র

করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন পন্ডিত রাজন মিশ্র। জানা গিয়েছে, দিন কয়েক আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন রাজন। চিকিৎসা চলছিল। কিন্তু শেষরক্ষা হল না। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দিল্লির সেন্ট স্টিফেন হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সন্ধ্যায় সেখানেই প্রয়াত হন তিনি।  রাজনের হৃদযন্ত্রের সমস্যা ছিল। ফলে করোনা আক্রান্ত হওয়ার পর দ্রুত তাঁর অবস্থার অবনতি হতে থাকে। প্রথমে হাসপাতালে জায়গা পাওয়া না গেলেও পরে পরিচিত সূত্রে তাঁকে হাসপাতালে ভর্তি করানো গিয়েছিল। কিন্তু তাঁকে ফিরিয়ে আনা গেল না। ১৯৫১-এ জন্ম রাজনের। বেনারসে বড় হয়েছেন। বাবা হনুমান প্রসাদ মিশ্রের কাছেই সঙ্গীতের তালিম নেওয়ার শুরু। ধ্রুপদী সঙ্গীত চর্চা করেছেন জীবনের শেষ দিন পর্যন্ত। ধ্রুপদী গানের জগতে রাজন-সাজন জুটি দর্শকের দরবারে জনপ্রিয় ছিল। করোনার থাবায় ভেঙে গেল সেই জুটি। বেনারস ঘরানার সঙ্গীতশিল্পী ছিলেন রাজন। পদ্মভূষণ এবং সঙ্গীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। বিশ্ব জুড়ে তাঁর অগণিত ছাত্রছাত্রী। রাজনের প্রয়াণের খবরে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীত মহলে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। সুচিত্রা কৃষ্ণমূর্তি, সালিম মার্চেন্টের মতো শিল্পীরা জানিয়েছেন, সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *