খুব শীঘ্রই আবার সিলভার স্ক্রিনে ফিরতে চলেছেন পরিণীতি চোপড়া। তাঁকে দেখা যাবে ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের বায়োপিকে। পাশাপাশি নেটফ্লিক্সের ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ ছবিতেও কাজ করেছেন তিনি। সম্প্রতি জানা গিয়েছে, সাইনার বায়োপিকটিও মুক্তি পাবে কোনও ওটিটি প্ল্যাটফর্মে। তবে কোন ডিজিটাল প্ল্যাটফর্মে এই বায়োপিক মুক্তি পাবে তা এখনও জানানো হয়নি।