বেয়ন্সে-র স্টাইলে ফটোশুট করে নজর কাড়লেন অনিতা হাসানান্দনি

মাঝে মধ্যেই অভিনেত্রী অনিতা হাসানান্দনিকে বেবি বাম্পের নানান ছবি পোস্ট করতে দেখা গিয়েছে। বেশ বোঝা যাচ্ছে, অনিতা তাঁর অন্তঃসত্ত্বাকালীন অবস্থার প্রতিটি মুহূর্ত বেশ উপভোগ করছেন। এবার অনিতা নজর কাড়লেন বেয়ন্সে-র স্টাইলে ফটোশুট করে। এই ছবিতে অনিতাকে স্বামী রোহিত রেড্ডির সঙ্গে দেখা যাচ্ছে। যেখানে পেটে হাত দিয়ে চেয়ার বসে রয়েছেন অনিতা। তাঁর মুখ উপরের দিকে। পিছনে দাঁড়িয়ে রোহিত অনিতার দিকে ঝুঁকে রয়েছেন। বেবিবাম্পের ফটোশুটের ছবি পোস্ট করে অনিতা লিখেছেন, ”মা হওয়ার আগে বেয়ন্সের আবহ উপভোগ করছি।” অন্যদিকে এই ছবি পোস্ট করে রোহিত রেড্ডি ক্যাপশানে লিখেছেন ‘Euphoria!’ অর্থাৎ ‘উচ্ছ্বাস’।

https://www.instagram.com/p/CKi9iahANcx/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/CKi9eXahHxS/?utm_source=ig_web_copy_link