অনুরাগের নারকো টেস্ট ও লাই ডিটেক্টর টেস্টের আবেদন পায়েলের

পায়েল ঘোষের আনা যৌন হেনস্তার অভিযোগে বৃহস্পতিবার টানা আট ঘণ্টা ভরসোভা থানায় জেরা করা হল অনুরাগ কশ্যপকে। পায়েলের অভিযোগ ছিল, ২০১৩ সালে অনুরাগ তাঁর সঙ্গে অশালীন আচরণ করেছিলেন। বন্ধ ঘরে তাঁর সামনে পোশাক খুলে কুপ্রস্তাব দিয়েছিলেন। সূত্রের খবর, নিজের বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন বলিউড পরিচালক। জানিয়েছেন, ২০১৩ সালের আগস্ট মাসে তিনি দেশেই ছিলেন না। ছবির কাজের জন্য শ্রীলঙ্কায় গিয়েছিলেন। অনুরাগের যাবতীয় দাবি মিথ্যে বলে সোশ্যাল মিডিয়ায় পালটা অভিযোগ করলেন পায়েল। পরিচালকের সমস্ত দাবি সম্পূর্ণ মিথ্যে বলে টুইটারে লিখেছেন, ‘পুলিশকে মিথ্যে কথা বলেছেন মিস্টার কশ্যপ। সত্যিটা সামনে আনার জন্য ওর নারকো অ্যানালিসিস টেস্ট, লাই ডিটেকটর পরীক্ষা ও পলিগ্রাফ টেস্ট করানোর জন্য আমার আইনজীবী আবেদন করবেন। বিচারের স্বার্থে আজই এই আবেদন পুলিশের সামনে পেশ করা হবে।’