প্রকাশ্যে এল ওয়েব সিরিজ ‘তাণ্ডব’-এর পোস্টার

প্রকাশ্যে এল সইফ আলি খানের পরবর্তী ওয়েব সিরিজ ‘তাণ্ডব’-এর পোস্টার। কয়েকদিন আগেই মুক্তি পেয়েছিল এই সিরিজের টিজার। আর এবার সামনে এল পোস্টার। তবে একটি পোস্টার নয়। আসলে সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করা তারকাদের লুকই তুলে ধরা হয়েছে ভিন্ন ভিন্ন পোস্টারে। পোস্টারে সইফকে এক নেতার চরিত্রে দেখা গিয়েছে। জনগণের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন তিনি। আর পোস্টারের নিচে লেখা, “রাজনীতিতে একটাই সম্পর্ক হয়, গদির সঙ্গে।” পরবর্তী পোস্টারে দেখা গিয়েছে ডিম্পল কাপাডিয়াকে। সেখানে লেখা, “রাজনীতিতে সবাইকে একবার করেই সুযোগ দেওয়া হয়।” এরপর তৃতীয় পোস্টারে তুলে ধরা হয়েছে জিশান আয়ুব ও কৃতিকা কামরাকে। আর শেষ পোস্টারে দেখা গিয়েছে সুনীল গ্রোভারকে। সেখালে লেখা, “সঠিক আর ভুলের মাঝে রয়েছে রাজনীতি”। আসলে রাজনীতি সম্পর্কে যে সবার আলাদা আলাদা ধারণা রয়েছে সেটাই তুলে ধরা হয়েছে পোস্টারে। ভারতের রাজনীতির উপরই তৈরি এই সিরিজ। যেখানে প্রধানমন্ত্রীকে দেশের রাজা হিসেবে দেখানো হয়েছে। আর এই দেশে রাজনীতি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই ছবি ফুটে উঠবে ৯টি এপিসোডের এই সিরিজ। যেখানে প্রতিটা মুহূর্তে থাকবে টুইস্ট। পরতে পরতে মিশে থাকবে রাজনীতির খেলা। অবশ্য শেষ হাসি কে হাসবে তা জানা যাবে সিরিজ দেখার পর। ১৫ জানুয়ারি অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে সিরিজটি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *