পুজোর থালা হাতে মন্দিরে পুনম, ফের নেটিজেনরা আক্রমণের মুখে ‘নাশা’ অভিনেত্রী

প্রচারের নামে ‘ডেথ স্টান্ট’ করে রীতিমতো রোষের মুখে পুনম পাণ্ডে। এই ঘটনা ঘটার পর, বেশ কিছুদিন ধরেই অন্তরালে চলে গিয়েছিলেন পুনম। মৃত্যুর মিথ্যা খবর ছড়ানোর প্রায় ২০ দিন পর মিডিয়ার সামনে এলেন এই অভিনেত্রী। পুনম পান্ডেকে মন্দিরের বাইরে ট্র্যাডিশনাল চেহারা এবং হাতে একটি পূজার থালি হাতে দেখা গিয়েছে। হলুদ রঙের সালোয়ার কামিজ, গোলাপি রঙের ওড়না পরে, হাতে পুজোর থালা নিয়ে মন্দিরে দেখা গেল পুনমকে। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হলেন পুনম। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমার প্রচারের দরকার নেই। আমি ছোটবেলা থেকেই বিখ্যাত। এটি একটি ভাল কারণে ছিল। আজ সারা দেশে এবং সারা বিশ্বের মানুষ জরায়ু মুখের ক্যান্সার সম্পর্কে জানে। অনেক মানুষ দেখছে, শুনছে, জানছে, ভ্যাকসিন নিচ্ছে। এটা যেমন একটি সুন্দর জিনিস আমাদের এটা উদযাপন করা উচিত। এত মানুষের জীবন হুমকির মুখে। তাঁদের সতর্ক করা উচিত। দেখুন, আমি প্রথমেই বলতে চাই, আমি কোনো ভুল করিনি। আমি যা করেছি ঠিকই করেছি। এতে করে অনেক নারীর জীবন রক্ষা পেয়েছে এবং আমার একটি মিথ্যা কথা যদি কোনো নারীর জীবন রক্ষা করে তাহলে আমি এভাবে ১০০ বার মারা যাব। বলে রাখি, আমার বিরুদ্ধে কোনো মামলা নেই। আমার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। বাকী যারা জ্বালাতে চায় তাদের পোড়াতে হবে। আমি কিছু মনে করি না!’ পুনমের এই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা ফের আক্রমণ শুরু করে পুনমকে। নেটিজেনরা বলছে, পাপ করে পুণ্য কুড়োতে গিয়েছেন পুনম! কেউ কেউ বলতে শুরু করেন, ‘আরে দেখো, পুনম জীবিত’।