আসতে চলেছে ‘মিস ম্যাচ টু’

ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে প্রযক্তা কোলি অভিনীত ‘মিসম্যাচ’ সিজন ওয়ান দেখেছেন দর্শক। খুব তাড়াতাড়ি আসছে সিজন টু। একটি ভিডিয়োর মাধ্যমে সে ঘোষণা করলেন অভিনেত্রী স্বয়ং। ঋষি এবং ডিম্পল। দুই তরুণ-তরুণীর গল্প ‘মিসম্যাচ’। বাড়ি থেকে বিয়ের চাপ রয়েছে দুই পরিবারেই। এ হেন সময় হঠাৎ করেই দেখা হয় দু’জনের। বন্ধুত্বও হয়। তাঁদের কেমিস্ট্রি এনজয় করেছিলেন দর্শক। প্রজক্তার সঙ্গে ‘মিসম্যাচ’-এ মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন রোহিত শ্রফ। এ ছাড়াও রণবিজয় সিং, বিহান সামাত, মুসকান জাফরি, বিদ্যা মালাভাদে, সুহাসিনি মুলে, তারুক রায়না, অভিনব শর্মার মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ হয়েছিল এই সিরিজ। ২০২০-র ২০ নভেম্বর ‘নেটফ্লিক্স’-এ মুক্তি পেয়েছিল এই সিরিজ। তবে দ্বিতীয় সিজন কবে মুক্তি পাবে, সে বিষয়ে প্রকাশ্যে এখনও কোনও তথ্য দেননি ‘মিস ম্যাচ টু’-টিমের কোনও সদস্যই। ‘নেটফ্লিক্স’-এর অফিশিয়াল ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার হয়েছে শুক্রবার। সেখানে আসন্ন উইকেন্ড নিয়ে বার্তা দিয়েছেন প্রজক্তা। লম্বা ছুটি ‘বস’-এর মতো করে কাটাতে বলেছেন। সঙ্গে থাকুক অর্ধেক গ্লাস কোল্ড কফি। বাকি অর্ধেকটা তিনি সুখবর দিয়ে ভরিয়ে দিয়েছেন। এই ভিডিয়ো শেয়ার হওয়ার পর কমেন্ট সেকশনে দেখা গিয়েছে ‘মিস ম্যাচ টু’-এর জন্য অপেক্ষা করছেন বহু দর্শক।

https://www.instagram.com/p/CM4FCjNHMSC/?utm_source=ig_web_copy_link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *