ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে প্রযক্তা কোলি অভিনীত ‘মিসম্যাচ’ সিজন ওয়ান দেখেছেন দর্শক। খুব তাড়াতাড়ি আসছে সিজন টু। একটি ভিডিয়োর মাধ্যমে সে ঘোষণা করলেন অভিনেত্রী স্বয়ং। ঋষি এবং ডিম্পল। দুই তরুণ-তরুণীর গল্প ‘মিসম্যাচ’। বাড়ি থেকে বিয়ের চাপ রয়েছে দুই পরিবারেই। এ হেন সময় হঠাৎ করেই দেখা হয় দু’জনের। বন্ধুত্বও হয়। তাঁদের কেমিস্ট্রি এনজয় করেছিলেন দর্শক। প্রজক্তার সঙ্গে ‘মিসম্যাচ’-এ মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন রোহিত শ্রফ। এ ছাড়াও রণবিজয় সিং, বিহান সামাত, মুসকান জাফরি, বিদ্যা মালাভাদে, সুহাসিনি মুলে, তারুক রায়না, অভিনব শর্মার মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ হয়েছিল এই সিরিজ। ২০২০-র ২০ নভেম্বর ‘নেটফ্লিক্স’-এ মুক্তি পেয়েছিল এই সিরিজ। তবে দ্বিতীয় সিজন কবে মুক্তি পাবে, সে বিষয়ে প্রকাশ্যে এখনও কোনও তথ্য দেননি ‘মিস ম্যাচ টু’-টিমের কোনও সদস্যই। ‘নেটফ্লিক্স’-এর অফিশিয়াল ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার হয়েছে শুক্রবার। সেখানে আসন্ন উইকেন্ড নিয়ে বার্তা দিয়েছেন প্রজক্তা। লম্বা ছুটি ‘বস’-এর মতো করে কাটাতে বলেছেন। সঙ্গে থাকুক অর্ধেক গ্লাস কোল্ড কফি। বাকি অর্ধেকটা তিনি সুখবর দিয়ে ভরিয়ে দিয়েছেন। এই ভিডিয়ো শেয়ার হওয়ার পর কমেন্ট সেকশনে দেখা গিয়েছে ‘মিস ম্যাচ টু’-এর জন্য অপেক্ষা করছেন বহু দর্শক।