অসুস্থ রণজয় বিষ্ণু, ২-৩দিন বিশ্রামের পরামর্শ চিকিৎসকের

মঙ্গলবার শ্যুটিংয়ের মাঝেই আচমকা অসুস্থ বোধ করেন অভিনেতা রণজয় বিষ্ণু। সেটেই ডাক্তার ডাকা হয়। চিকিৎসক জানান যে অভিনেতার রক্তচাপ অনেকটাই কম। আগের দিন বাড়িতে হাতে কাচ ঢুকে রক্ত ঝরে। টিটেনাসও নেন, সর্দি কাশিও ছিল। এসব সত্ত্বেও মঙ্গলবার শ্যুট করেন তিনি। তবে সেদিন অবশ্য তাড়াতাড়ি প্যাকআপ করা হয় তাঁর জন্য। এরপরই শ্যুটিং থেকে ফিরে আবাসনে পৌঁছেই জ্ঞান হারান অভিনেতা। আবাসনে তাঁর প্রতিবেশীরাই তাঁকে হাসপাতালে নিয়ে যান। মঙ্গলবার রাতে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অভিনেতার দাবি চিকিত্সকেরা বলেন, ‘একবার প্যানিক অ্যাটাকের পর থেকেই মাঝে মাঝে ব্রেন হাইপক্সিয়া, যেখানে মাঝে মাঝেই ব্রেনে কিছু সময়ের জন্য অক্সিজেন পৌঁছায় না, অ্যাটাক হয় তাঁর। যা ঘন ঘন হলে তা থেকে সেরিব্রাল অ্যাটাকও হতে পারে।’ মঙ্গলবার এক রাত হাসপাতালেই ছিলেন অভিনেতা। তবে বুধবার ফিরেছেন তিনি। চিকিৎসকেরা তাঁকে ২-৩দিন বিশ্রাম নিতে বলেছেন।