শুটিং ফ্লোরে ফিরলেন রণবীর

শুটিং ফ্লোরে ফিরলেন রণবীর সিং। ফ্লোর থেকে ছবি শেয়ার করলেন সোশাল মিডিয়ায়। ক্যাপশনে রণবীর লিখেছেন, “আবারও আর্কলাইটের নিচে ফিরলাম ।” ছবির ব্যাকড্রপে শুটিং ফ্লোরের আলো দেখা যাচ্ছে। সামনে ক্যাশুয়াল পোশাকে মুখ নিচু করে দাঁড়িয়ে আছেন বাজিরাও। তবে কোন প্রজেক্টের শুটিং করছেন সে বিষয় কিছু বললেন না তিনি।

View this post on Instagram

Back under the arclights

A post shared by Ranveer Singh (@ranveersingh) on