হৃদরোগে আক্রান্ত রেমো ডি’সুজা, আইসিইউতে ভর্তি

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বলিউডের খ্যাতনামা কোরিওগ্রাফার, পরিচালক রেমো ডি’সুজা। তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে হার্ট অ্যাটাক হয় পরিচালক রেমোর। তারপরেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে রেমোকে। রেমোর পরিচালক-কোরিওগ্রাফার বন্ধু আহমেদ খান, পরিচালকের অসুস্থতার কথা জানিয়েছেন।বলিউডের বহু হিট গানের কোরিওগ্রাফি করেছেন রেমো। পাশাপাশি ‘স্ট্রিট ডান্সার থ্রিডি’, ‘এবিসিডি’, ‘এবিসিডি ২’ এবং ‘অ্য়া ফ্লাইং জট’ এর মতো ছবির পরিচালনাও করেছেন তিনি। সম্প্রতি রেমো জানিয়েছিলেন তিনি খ্যাতনামা কোরিওগ্রাফার সরোজ খানের বায়োপিক বানাতে চান। রেমো ডি’সুজা-র স্ত্রী লিজেল ডি’সুজা সংবাদমাধ্যম কে জানান, ”রেমোর হৃদযন্ত্রে একটা ব্লকেজ রয়েছে। চিকিৎসকরা এনজিওগ্রাফি করেছেন। তিনি এই মুহূর্তে আইসিইউতে রয়েছেন। প্রার্থনা করুন। পরবর্তী ২৪ ঘন্টা খুব গুরুত্বপূর্ণ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *