সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানোর দায় স্বীকার করল লরেন্স বিষ্ণোইয়ের ভাই

রবিবার সকালে সলমন খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিনেতার নিরাপত্তা আরও কড়াকড়ি করা হয়েছে । অভিনেতার বাড়ির সামনে গুলিবর্ষণের ঘটনায় বিষ্ণোই যোগের গন্ধ পাচ্ছিল মুম্বই পুলিশ। সেই অনুমান সত্যি করে গুলি চালানোর ঘটনার দায় স্বীকার করল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোই। দেশ থেকে পালিয়ে আমেরিকায় গা ঢাকা দেওয়া গ্যাংস্টার আনমোল জানিয়েছে, অভিনেতাকে সতর্ক করার জন্যে তাঁর বাড়ির সামনে গুলি চালানোর ঘটনা কেবল ‘ট্রেলার’ ছিল মাত্র। ফেসবুকে পোস্ট করে আনমোল লিখেছেন, ‘ওম জয় শ্রী রাম, জয় গুরুজী জম্ভেশ্বর, জয় গুরু দয়ানন্দ সরস্বতী, জয় ভারত। আমরা শান্তি চাই। যদি যুদ্ধের মাধ্যমে নিপীড়নের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হয় তবে যুদ্ধ ঠিক। সালমান খান আমরা আপনাকে ট্রেলার দেখানোর জন্য এটি করেছি, যাতে আপনি বুঝতে পারেন, আমাদের শক্তি আর পরীক্ষা করবেন না। এটাই প্রথম এবং শেষ সতর্কতা। এর পর খালি বাড়িতে গুলি চলবে না।’ পোস্টে তিনি আরও লেখেন, ‘আপনি দাউদ ইব্রাহিম ও ছোট শাকিলকে ঈশ্বর মনে করেন। আমরা তার নামে দুটি কুকুর রেখেছি, কিন্তু তাদের সম্পর্কে বেশি কথা বলার অভ্যাস নেই। এই পোস্টের শেষে তিনি লিখেছেন, ‘লরেন্স বিষ্ণোই গ্রুপ, গোল্ডি ব্রার গ্রুপ, কালা জাথেড়ি গ্রুপ।’ মুম্বইয়ের বান্দ্রা এলাকার ‘গ্যালাক্সি’ অ্যাপার্টমেন্টে থাকেন সলমন খান সহ তাঁর গোটা পরিবার। রবিবার ভোর ৫টা নাগাদ গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে দুই অজ্ঞাতপরিচয়ের ব্যক্তি বাইক চালিয়ে এসে শূন্যে গুলি ছোড়ে বলে অভিযোগ। অভিনেতার বাসভবনের একতলার দেওয়ালে গুলি লাগার চিহ্ন মিলেছে। ঘটনার তদন্তে নেমেছে মুম্বই পুলিশের অপরাধদমন শাখা। ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছেন। তদন্তে নেমে একটি বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। ওই বাইকে চেপেই এসেছিল এক আততায়ী। অন্যদিকে পুলিশের হাতে এসেছে একটি সিসিটিভি ফুটেজ। অভিনেতার বাড়ির বাইরেই ওই সিসিটিভি ফুটেজে দুই ব্যক্তিকে বাইক চালিয়ে আসতে দেখা গিয়েছে। উদ্ধার হওয়া বাইকটি ফরেন্সিক টিমের কাছে পাঠানো হয়েছে। দীর্ঘদিন ধরেই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নজর রয়েছে সলমনের উপর। একাধিকবার খুনের হুমকি পাঠানো হয়েছে। মৃত্যু হুমকি আসতে থাকায় ভাইজানের জন্যে আগেই ওয়াই প্লাস নিরাপত্তা প্রদান করা হয়েছে। তাঁকে আগ্নেয়াস্ত্র রাখার অনুমতিও দিয়েছে প্রশাসন। এত কিছুর পরেও ভাইজানের বাড়ির বাইরে গুলি চলার ঘটনায় আবারও নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে।