শাহরুখ খানের অসুস্থতা নিয়ে চিন্তিত গোটা বলিউড থেকে শুরু করে বিশ্বজুড়ে তাঁর অসংখ্য অনুরাগীরা। সোশ্যাল মিডিয়া ভরে যাচ্ছে শাহরুখের জন্য প্রার্থনায়। বৃহস্পতিবার বিকেলেই আহমেদাবাদ থেকে মুম্বই ফিরিয়ে আনা হচ্ছে শাহরুখকে। জানা যাচ্ছে শুধু হিটস্ট্রোকই নয়, নিউমোনিয়ায় আক্রান্ত কিংখান। বুধবার আচমকাই সামনে আসে শাহরুখ খানের অসুস্থতার খবর। আগেরদিনই কেকেআর ম্যাচ জেতায় মাঠে নেমে উচ্ছ্বাসে মাতেন শাহরুখ খান। সেই সময় খোশ মেজাজে ধরা দেন কিং খান। কিন্তু তার ঠিক পরেরদিনই গরমে ডিহাইড্রেশন হয়ে যায় শাহরুখের। হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ায় আহমেদাবাদেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় মেগাস্টারকে। কিন্তু বৃহস্পতিবার জানা যায় যে শুধুমাত্র হিটস্ট্রোকই নয়, নিউমোনিয়াতেও আক্রান্ত তিনি। গত ২ দিন ধরে আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা।