‘ফ্রি কোভিড হেল্প’ প্রকল্প তৈরি করলেন সোনু সুদ

সারা দেশে কোভিড পরিস্থিতি বেশ উদ্বেগজনক। এই পরিস্থিতিতে কোভিড আক্রান্তদের পাশে দাঁড়াতে ‘ফ্রি কোভিড হেল্প’ লঞ্চ করলেন সোনু সুদ। নিজে করোনা আক্রান্ত হয়েও মানুষের জন্য সমান তালে কাজ করে গিয়েছেন সোনু। কোনও বিরাম ছিল না। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তাঁকে কোভিড ভ্যাকসিনেশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার করেছেন। ‘হিল ওয়েল ২৪’ এবং আরও একটি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এই ‘ফ্রি কোভিড হেল্প’ প্রকল্পের পরিষেবা দিচ্ছেন সোনু। ‘ফ্রি কোভিড হেল্প’ লঞ্চের কথা তিনি সোশ্যাল মিডিয়াতেই জানিয়েছেন। এই প্রকল্পে সাধারণ মানুষ বিনামূল্যে কোভিড টেস্ট এবং অন লাইনে চিকিৎসার পরিষেবা পাবেন। ‘ফ্রি কোভিড হেল্প’-এর কথা শেয়ার করে সোনু লিখেছেন, “আপনি বিশ্রাম নিন, আমাকে টেস্টের হ্যাপা পোয়াতে দিন।” ‘ফ্রি কোভিড হেল্প’-এর মত একাধিক পরিষেবা দিয়ে যাচ্ছে সোনুর সংস্থা ‘সোনু সুদ ফাউন্ডেশন’। হাসপাতালে বেডের ব্যবস্থা করে দেওয়া, অক্সিজেনের সিলিণ্ডার পৌঁছে দেওয়া সব কিছুই করছে তাঁর সংস্থা। সম্প্রতি করোনায় আক্রান্ত নাগপুরের একজন ২৫ বছর বয়সী মেয়ের ফুসফুস প্রতিস্থাপনের সব ব্যবস্থা করে দিয়েছেন সোনু। করোনায় মেয়েটির ফুসফুস ঝাঁঝরা হয়ে গিয়েছিল। মেয়েটির অপারেশন হয়েছে। এখন তিনি ভাল আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *