করোনার কারণে ফের পিছিয়ে গেল ‘সূর্যবংশী’-র মুক্তি। পরিচালক রোহিত শেট্টি যথেষ্ট আশাবাদী ছিলেন এই ছবি নিয়ে। ‘সূর্যবংশী’ আক্ষরিক অর্থে ‘বিগ টিকিট মুভি’। কোভিড পরিস্থিতিতে হলে দর্শক টানতে এই রকমই একটা ‘বিগ টিকিট মুভি’-র জন্য অপেক্ষা করছিলেন প্রযোজক এবং সিনেমা হলের মালিকরা। রোহিত শেট্টি আশাবাদী ছিলেন এই ছবি সিনেমা হলে দর্শক টানবে। কিন্তু সেই আশায় জল ঢালল খোদ করোনা। সারা দেশে করোনা-গ্রাফ ঊর্ধমুখী। সেই কারণেই ছবি রিলিজ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন প্রযোজনা সংস্থা রিল্যায়েন্স এন্টারটেইনমেন্ট। কথা ছিল, ৩০ এপ্রিল সারা দেশে মুক্তি পাবে ‘সূর্যবংশী’। কিন্তু আপাতত ছবির মুক্তি পিছিয়ে গেল।