করোনার দ্বিতীয় ঢেউয়ের মুখে গোটা বিশ্ব। এমনটাই মনে করছেন চিকিৎসক মহলের বড় অংশ। সে কারণেই সর্বস্তরে করোনা সতর্কতা মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। মুম্বইয়ের পরিস্থিতি বেশ খারাপ। এতটাই খারাপ পরিস্থিতি যে শুটিংয়ে গিয়েও ফিরে আসতে হল সানি লিওনকে। সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি শেয়ার করে সেই বার্তাই দিয়েছেন সানি।সানির পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে মুম্বইয়ের কোনও একটি জেটিতে দাঁড়িয়ে রয়েছেন তিনি। অভিনেত্রী লিখেছেন, ‘লকডাউনের জেরে বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছি। প্রত্যেকে সুস্থ থাকুন।’ সূত্রের খবর, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ফিল্ম ইন্ডাস্ট্রির সদস্যদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলেছেন। সেখানে বহু শিল্পীকে নিয়ে শুটিং করার বিপক্ষে মত দিয়েছেন তিনি। যে সব দৃশ্যে প্রচুর জুনিয়র আর্টিস্ট প্রয়োজন, আ আপাতত বাতিল করার পরামর্শ দিয়েছেন তিনি।