‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ এবং ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’-এর সাফল্যের পরে, বরুণ ধাওয়ান এবং শশাঙ্ক খৈতান ফের একসঙ্গে কাজ করতে চলেছেন। ছবির নাম ‘সানি সংস্কারি কি তুলসি কুমারি’। তবে এবার বরুণের বিপরীতে আলিয়ার বদলে থাকছেন জাহ্নবী কাপুর। জাহ্নবী কাপুরকে তুলসি কুমারির চরিত্রে দেখা যাবে৷ বরুণ অভিনয় করবেন সানি সংস্কৃতির চরিত্রে। বৃহস্পতিবার ধর্ম প্রোডাকশের অফিসিয়াল পেজ থেকে ছবি ঘোষণার একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটি শেয়ার করার সঙ্গে ছবির শিরোনাম এবং মুক্তির তারিখ ক্যাপশনে লেখা হয়েছে। এছাড়াও লেখেন, ‘তোমাদের সংস্কারি আসছে কুমারিকে নিতে। বিনোদন দিয়ে মোড়ানো এই প্রেমের গল্প বড় পর্দায় আসছে! সানি সংস্কৃতি কি তুলসি কুমারি সিনেমা, ১৮ এপ্রিল ২০২৫।’ রোম্যান্টিক কমেডি এই ছবিটি পরিচালনা করবেন শশাঙ্ক খৈতান। এবং ধর্ম প্রোডাকশন দ্বারা প্রযোজিত। ছবিটি ২০২৫ সালে ১৮ এপ্রিল মুক্তি পাবে।