‘ভুলভুলাইয়া ৩’-তে কিয়ারার পরিবর্তে এন্ট্রি নিচ্ছেন তৃপ্তি দিমরি। বুধবার সকাল থেকেই সোশাল মিডিয়ায় কার্তিক আরিয়ান একটি ধাঁধা পোস্ট করেছিলেন। যেখানে উঁকি মারছে এক অভিনেত্রীর অস্পষ্ট ছবি। আর সেই ছবি দিয়ে কার্তিক ইঙ্গিত দিয়েছিলেন, ‘ভুলভুলাইয়া ৩’ ছবির নায়িকা হবেন কে? অবশেষে সেই তথ্যর পর্দা ফাঁস। নতুন পোস্টে কার্তিক জানিয়ে দিলেন তৃপ্তি দিমরি এবারে হচ্ছেন তাঁর নায়িকা।