গুরুতর অসুস্থ স্বনামধন্য পরিচালক প্রভাত রায়৷ তাকে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ তাঁর অসুস্থতার খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তাঁর আত্মজীবনীর সহ লেখক তথা প্রচার অঙ্কন শিল্পী একতা ভট্টাচার্য৷ তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ‘আমার বাবি, প্রভাত রায় ঠান্ডা, ইনফ্লুয়েঞ্জা এবং শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে গত ছয়দিন ধরে হাসপাতালে ভর্তি ৷ দীর্ঘদিন ধরেই তাঁর পুরনো কিডনির সমস্যা রয়েছে, এবং ক্রিয়েটিনিনের মাত্রাও বেড়ে গিয়েছিল৷ তারপরও ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তাঁকে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ সেখানেই প্রথম ডায়ালিসিস করা হয়েছে৷ আপাতত তিনি এখন ভাল রয়েছেন৷’ বর্ষীয়ান পরিচালককে দেখাশুনার দায়িত্ব নিয়েছেন একতা৷ এমনকি প্রভাত রায়কে বাবা বলেও ডাকেন তিনি৷ পরিচালকও তাঁকে মেয়ের মতো স্নেহ করেন৷ তবে এতদিন পরিচালকের অসুস্থতার খবর সকলকে না জানানোর বিষয়ে নিয়েও মুখ খুলেছেন একতা৷ তিনি বলেন, ‘বাবির অনুরোধ ছিল, আমি যাতে এই অসুস্থতার খবরটা গোপন রাখি৷ কারণ সামনেই তাঁর আত্মজীবনী প্রকাশ পাবে৷ সেই তারিখও বদলানো হয়নি৷ সকলের কাছে একটাই অনুরোধ বাবির জন্য দ্রুত আরোগ্য কামনা করুন৷ একতার এই পোস্টে সকলেই পরিচালকের আরোগ্য কামনা করেছেন৷’