মহাশিবরাত্রির দিনে যোগিনী রূপে হাজির তামান্না

গায়ে গেরুয়া, কাঁধে ঝোলা, এক হাত শূন্যে – ডমরু ধরে তিনি, চুল আলুথালু, কপালে জয়টিকা, কাশীর ঘাটে নিমগ্ন হয়ে হাঁটছেন তামান্না ভাটিয়া। ‘ওডেলা ২’-এর প্রথম লুক টুইটারে প্রকাশ্যে এনে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, “”মহা শিবরাত্রির এই শুভ দিনে এই লুক প্রকাশ্যে এনে আমি আনন্দিত। হর হর মহাদেব! শুভ মহা শিবরাত্রি।” “ওডেলা ২”-এর চিত্রনাট্য একটি গ্রামকে কেন্দ্র করে। সেখানকার সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে। যেখানে ওডেলা মাল্লান্না স্বামী নামে একজন রক্ষাকর্তা গ্রামটিকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করবে। যুবা, নাগা মহেশ, ভামশি, গগন বিহারী, সুরেন্দর রেড্ডি, ভূপাল, এবং পূজা রেড্ডিও এই ছবিতে অভিনয় করছেন। অশোক তেজা পরিচালিত এবং সম্পথ নন্দী নির্মিত “ওডেলা” মুক্তি পেয়েছিল ২০২২ সালে। সেখানে “রাধা” চরিত্রে হেবাহ প্যাটেল, “স্পুর্তি” চরিত্রে পুজিতা পোন্নাদা, “তিরুপতি” চরিত্রে বশিষ্ঠ এন সিনহা অভিনয় করেছিলেন। গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন সাই রনক ও অনুদীপ। ছবিটি সত্য ঘটনা অবলম্বনে এক সিরিয়াল কিলারকে নিয়ে তৈরি হয়েছিল। যে ওডেলা নামে একটি গ্রামে বিবাহিত মহিলাদের হত্যা করে। সম্প্রতি নির্মাতারা “ওডেলা ২”-এর কথা ঘোষণা করে তামান্নার লুক প্রকাশ্যে এনেছেন। হেবাহ এবং বশিষ্ঠ এই ছবিতে তাঁদের চরিত্রে পুনরায় অভিনয় করবেন।