ওয়েব দুনিয়ার পা রাখতে চলেছেন পরিচালক শিলাদিত্য মৌলিক। ক্রাইম থ্রিলারের মাধ্যমে সাজিয়েছেন নিজের প্রথম ওয়েব অরিজিন্যাল ‘দ্য ইনসাইড জব’। আর তাতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র, সাহেব চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা ভট্টাচার্য ও রেমো। টিজার পোস্টার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করলেন শ্রীলেখা। সাইবার ক্রাইমের প্রেক্ষাপটে গল্প সাজিয়েছেন পরিচালক শিলাদিত্য। ৩০ মিনিটের এই ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন সাহেব চট্টোপাধ্যায়। শ্রীলেখা মিত্র অভিনয় করেছেন সাইবার ক্রাইমের শিকার হওয়া চরিত্রের মায়ের ভূমিকায়। প্রিয়াঙ্কাকে দেখা যাবে হ্যাকারের চরিত্রে। শুটিংয়ের ছবিও নিজের ফেসবুক প্রোফাইলে আপলোড করেছেন পরিচালক। পরিচালক জানান, ছবির লুক অ্যান্ড ফিল একেবারেই আলাদা। যা বংলার দর্শকদের ভাল লাগবে। প্রথমবার ওয়েব দুনিয়ার জন্য এমন কিছুই তিনি করতে চাইছিলেন। কিছুটা পুলিশ ফাইলসের মতো ট্রিটমেন্ট দিয়েছেন ওয়েব অরিজিন্যালে, যাতে অন্যরকম কিছু উপভোগ করতে পারেন দর্শকরা। ক্যামেরার নেপথ্যে থেকে পুরো বিষয়টি সাজাতে সাহায্য করেছেন সিনেম্যাটোগ্রাফার সৌভিক বসু। ফেব্রুয়ারি মাসেই প্রকাশ্যে আসবে ৩০ মিনিটের এই ছবিটি। ১৪ ফেব্রুয়ারি লঞ্চ করছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম বিগ ব্যাং। সেখানেই দেখা যাবে ‘দ্য ইনসাইড জব’।
https://www.instagram.com/p/CKVy-w4FZA_/?utm_source=ig_embed