‘থালাইভি’ কঙ্গনার কাছে ক্ষমা চাইলেন রাম গোপাল বর্মা

কিংবদন্তী অভিনেত্রী মেরিল স্ট্রিপ এবং অ্যাকশন গার্ল গ্যাডটের সঙ্গে নিজেকে তুলনা করেছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। নিজের ‘রেঞ্জ’ নিয়েও একটি টুইট করে কঙ্গনা লিখেছিলেন, “আমি মেরিলের মতো নানা রঙের চরিত্রে অভিনয় করতে পারি এবং একই সঙ্গে গ্যালের মতো অ্যাকশনধর্মী চরিত্রও করতে পারি।” কঙ্গনার নিজেকে কিংবদন্তী হলিউড অভিনেতাদের সঙ্গে তুলনা করার সে সময় বিস্তর সমালোচনা হয়েছিল নেট জুড়ে। শামিল হয়েছিলেন পরিচালক রামগোপাল ভর্মাও। তবে ‘থালাইভি’ ট্রেলার দেখে কার্যতই ক্ষমা চাইলেন পরিচালক। দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে বিজয় পরিচালিত কঙ্গনা অভিনীত ছবি ‘থালাইভি’র ট্রেলার। তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার জীবন নিয়েই ছবিটি। ছবিতে কঙ্গনার অনবদ্য অভিনয়, প্রস্থেটিক মেকআপের অসাধারণ ব্যবহারে আপাতত বুঁদ নেটিজেনরা। সেই প্রসঙ্গ টেনে এনেই কঙ্গনার উদ্দেশ্যে রাম গোপাল বর্মা লেখেন, “কঙ্গনা কিছু কিছু ক্ষেত্রে তোমার সঙ্গে আমি অসম্মতি প্রকাশ করেছি। কিন্তু থালাইভির ট্রেলারের জন্য তোমায় স্যালুট। আমি নিশ্চিত, জয়ললিতাও স্বর্গে এই ট্রেলার দেখে আপ্লুত হবেন।” পাল্টা জবাব দিয়ে কঙ্গনা লেখেন, “স্যর, আপনার সঙ্গে আমার কোনও ব্যাপারে মতের মিল হয়নি। আমি আপনাকে খুবই পছন্দ করি। এই ডেড সিরিয়াস দুনিয়ায় যেখানে গর্ব এবং ইগো সহজেই আঘাত পেয়ে যায় সেখানে আপনি কিছুই সিরিয়াসলি নেন না। এমনকি নিজেকেও।” এর পরেই কঙ্গনার কাছে ক্ষমা চেয়ে পরিচালক জানান, যে ব্যক্তির জোরাল মতামত রয়েছে সেই ব্যক্তির মন্তব্যকে কেন্দ্র করে প্রতিক্রিয়া আসা স্বাভাবিক। নিজেকে হলিউড অভিনেত্রীর সঙ্গে কঙ্গনার তুলনা নিয়ে রাম গোপালের মন্তব্য, “সে সময় আমার অবাক লাগলেও আজ আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এবং একই সঙ্গে তোমার সঙ্গে সহমত হয়ে ঘোষণা করছি, এই দুনিয়ার তোমার মতো বৈচিত্র্য কোনও অভিনেতার নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *