প্রকাশ্যে এল ইলাইয়ারাজার বায়োপিকের প্রথম লুক

জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেতা, বুধবার, কিংবদন্তি সঙ্গীত সুরকার ইলাইয়ারাজার জীবনের উপর ভিত্তি করে তাঁর আসন্ন ছবির প্রথম পোস্টার প্রকাশ্যে এনেছেন। ছবির শিরোনাম “ইলাইয়ারাজা”! এই ছবি পরিচালনা করবেন অরুণ মাথেশ্বরন। ইলাইয়ারাজার বায়োপিকের প্রথম লুক প্রকাশ্যে আসতেই হইচই। বেলবটম প্যান্ট, কোঁকড়ানো চুল, কাঁধে হারমোনিয়াম- ঝড় জল পেরিয়ে মায়ানগরীতে হাজির হলেন ধনুষ! সোশ্যাল মিডিয়ায় নতুন ছবির পোস্টার পোস্ট করে অভিনেতা ক্যাপশনে লেখেন, “সম্মানিত ইলাইয়া স্যার””! ভারতের অন্যতম সংগীত রচিয়তা ইলাইয়ারাজা। পাঁচ দশকেরও বেশি সময়ের কর্মজীবনে, ইলাইয়ারাজা ১০০০ টিরও বেশি চলচ্চিত্রের জন্য ৭০০০টিরও বেশি গান রচনা করেছেন। সারা বিশ্বে ২০০০০ টিরও বেশি কনসার্ট করেছেন। ২০১০ সালে তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণে এবং ২০১৮ সালে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণ পেয়েছিলেন শিল্পী। তাঁর উত্থান, জীবন, স্ট্রাগল সব কিছুই তুলে ধরা হবে এই বায়োপিকে। বায়োপিকটি মুক্তি পাবে তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় এবং হিন্দিতে। শ্রীরাম বক্তিসরণ, সি কে পদ্ম কুমার, বরুণ মাথুর, ইলামপরিথি গজেন্দ্রন এবং সৌরভ মিশ্র এই ছবিতে প্রযোজনা করেছেন। সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলাবেন নীরব শাহ।