আগামী ৮ জানুয়ারি শুরু কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সব

ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, অনলাইনেই বুক করতে হবে টিকিট

আজ শিশির মঞ্চ থেকে ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবের প্রথম সাংবাদিক বৈঠক সম্পন্ন হল। উপস্থিত ছিলেন মন্ত্রী তথা আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উত্‍সবের মুখ্য উপদেষ্টা অরূপ বিশ্বাস, ফেস্টিভ্যাল চেয়ারম্যান রাজ চক্রবর্তী, কো- চেয়ারম্যান ইন্দ্রনীল সেন, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, অভিনেত্রী পাওলি দাম এবং ইতালির কনসাল জেনারেল গিয়ানলুকা রুবাগোত্তি। ‘দ্য শো মাস্ট গোন অন’। ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সবের ব্যানারে এটাই লেখা রয়েছে। আক্ষরিক অর্থেই সমগ্র উদ্যোগেরও একই সুর। করোনা আতঙ্ক এখনও সঙ্গী। কিন্তু তার জন্য বন্ধ হচ্ছে না উত্‍সব। নিউ নর্মালে শো হবে। তবে তা একটু অন্য ভাবে। এদিন মঞ্চ থেকেই রয়্যাল বেঙ্গল ট্রফির উদ্বোধন করেন উদ্যোক্তারা। এ বছর সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মরণে বিশেষ আড্ডার আয়োজন করা হয়েছে। সমস্ত সিনেমা হল বার বার স্যানিটাইজ করা হবে বলেও জানিয়েছেন উদ্যোক্তারা। ৮ জানুয়ারি নবান্ন থেকেই উত্‍সবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৮ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে উত্‍সব। ২৬তম বছরে থিম দেশ ইতালি। চলচ্চিত্র উত্‍সবের প্রথম দিন নবান্ন সভাঘর থেকে চলতি বছরের পোস্টার লঞ্চ করা হবে। আগামী ৯ থেকে ১৫ জানুয়ারি গগনেন্দ্র প্রদর্শনশালায় বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। চলতি বছরের চলচ্চিত্র উত্‍সবের উদ্ধোধনী ছবি ‘অপুর সংসার’। নিউ নর্মালে সিনেমা হলে ৫০ শতাংশ দর্শকের অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। সেই ৫০ শতাংশ দর্শক নিয়েই চলচ্চিত্র উত্‍সবে দেখানো হবে ছবি। আগামী ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। সেই উপলক্ষে চারটি প্রেক্ষাগৃহে বিবেকানন্দের উপর চারটি ছবি দেখানো হবে। সাংবাদিক বৈঠকে অরূপবাবু বলেন, “নিউ নর্মাল পরিস্থিতিতে আপনাদের সকলের সহযোগিতা চাই। এই বছর আমাদের ৮১টি ফিচার ফিল্ম। ৫০ টি শর্ট এবং ডকুমেন্টারি ফিল্ম রয়েছে। মোট ৪৫টি দেশের ছবি দেখানো হবে। অনলাইনে টিকিট পাওয়া যাবে। করোনা পরিস্থিতিতে আমরা সবটাই অনলাইনে করার চেষ্টা করছি।” সাংবাদিক বৈঠক থেকে পাওলি বলেন, “এই প্যানডেমিকের মধ্যেও এই ট্র্যাডিশনটা যে আমরা বজায় রাখতে পারছি তার জন্য আন্তরিক ধন্যবাদ জানাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। একই সঙ্গে কেআইএফএফ-এর সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ। আমি যে তালিকা পেলাম, সেই ছবিগুলো দেখার জন্য অপেক্ষা করছি। আমি তো সব প্রোটোকল মেনেই আসব। আর আশা করব আপনারাও সব সুরক্ষা মেনেই আসবেন। আমি নিশ্চিন্ত সব রকম সুরক্ষা মাথায় রেখেই ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সব পালন করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *