শত বাধা বিপত্তি মাঝে বাঘ বিধবা বোনেদের এ এক অদম্য জেদের কাহিনী নিয়ে আসছে রাজদীপ ঘোষ পরিচালিত ছবি ‘বনবিবি’। সামাজিক মাধ্যমে মুক্তি পেল ছবির ট্রেলার। সোশ্যাল মিডিয়ায় ছবির ট্রেলার শেয়ার করে লেখা হয়, জঙ্গলে প্রবেশের পূর্বে বিধিবদ্ধ সতর্কীকরণ, এখানে ভয়ঙ্কর শিকারী শুধু জলে এবং ডাঙায় নয়, থাকতে পারে আপনার সাথেও। সুন্দরবনের মানুষরা ‘বনবিবি’-র পুজো করেন। সেখানকার বাসিন্দারা বিশ্বাস করেন, দেবীর পুজো করলে তিনি তাদের সুরক্ষিত রাখেন। হিন্দু ও মুসলিম, দুই ধর্মের মানুষের কাছেই পুজিত হন বনবিবি। এই প্রচলিত লোককথার কাহিনিই এবার বড়পর্দায় তুলে আনছেন রাজদীপ। ‘বনবিবি’-তে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পার্নো মিত্র। তাঁর চরিত্রের নাম রেশম। ‘বনবিবি’-র চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সোহিনী সরকার-কে। পার্নোর বিপরীতে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে আর্য দাশগুপ্ত-কে। রণজয় বিষ্ণু-কে ছবিতে পুলিশের ভূমিকায় দেখা যাবে। সুন্দরবনের বাসিন্দাদের প্রতিদিনের জীবনে মিশে আছে নানান ঝুঁকি। তাঁদের মূল জীবিকা মধু সংগ্রহ বা মাছ ধরা। কিন্তু এই দুই জীবিকার মানুষদেরই পদে পদে ছড়িয়ে আছে নানান বিপদ। সুন্দরবনের বাসিন্দাদের বড় বিপদ দক্ষিণ রায় অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগার নাকি সেখানকার ক্ষমতাবান কিছু মানুষ? সেই প্রশ্নের উত্তর দেবে এই ছবি। রানা সরকার-এর নিবেদনে তৈরি হয়েছে এই ছবি। ‘বনবিবি’-র মিউজিকের দায়িত্বে রয়েছেন সৌম্যদীপ শিকদার ও সপ্তক সানাই দাস। ছবির মিউজিকে থাকছে বিশেষ চমক। বনবিবির যাত্রাপালায় যে গান ব্যবহার করা হত তার ঝলক থাকবে ছবিতে। আগামী ৮ মার্চ প্রেক্ষাগৃহে আসছে ছবিটি।