প্রকাশ্যে এলো অজয় -তাব্বু অভিনীত ছবি ‘দৃশ্যম ২’এর মুক্তির দিন

মুক্তি পেল অভিষেক পাঠক পরিচালিত ছবি ‘দৃশ্যম ২’এর অফিসিয়াল পোস্টার সহ মুক্তির দিন। ছবিতে অভিনয় করতে দেখা যাবে অজয় দেবগন, অক্ষয় খান্না, তাব্বু, শ্রিয়া সরন, রজত কপূর, ইশিতা দত্তকে। চলতি বছরের আগামী ১৮ই নভেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ সোশ্যাল মিডিয়া ছবির পোস্টার-সহ মুক্তির দিন ঘোষণা করেছেন।

https://www.instagram.com/p/CfDhPEHvkmo/?utm_source=ig_web_copy_link