এবার দিওয়ালিতে কোনও পার্টির আয়োজন করা হচ্ছে না ‘জলসা’-তে। জানালেন অভিষেক বচ্চন। করোনার থাবায় সবকিছুই বর্তমানে বদলে গিয়েছে। গোটা বিশ্বজুড়ে নেমে এসছে বিপদ। বহু মানুষ স্বজন পরিজন হারিয়েছেন। অনেকেই হয়েছেন ঘরছাড়া। লক্ষ লক্ষ মানুষ কর্মহীন, অভুক্ত অবস্থায় রয়েছে। এই পরিস্থিতে অনন্দ করার মতো মানসিকতা কারোরই নেই। সেই প্রভাব গিয়ে পড়েছে বচ্চনদের অন্দরেও। অভিষেক বচ্চন বললেন, ‘এই সময় কে পার্টি করে ? সবথেকে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে মানবসভ্যতা । আমাদের সাবধানে থাকতে হবে । তাই দিওয়ালির পার্টি বা অন্যান্য সামাজিক অনুষ্ঠান এখন দূরের স্বপ্ন।’ তাছাড়া অমিতাভের মেয়ে শ্বেতা বচ্চনের শাশুড়ি ঋতু নন্দা এই বছরেই মারা গেছেন । পরিবারের ঘনিষ্ঠ সদস্যকে হারিয়ে কারও মন ভালো নেই । তাই পার্টি করার প্রশ্নই উঠছে না ‘জলসা’-তে ।