এবার করোনায় আক্রান্ত ধারাবাহিক ‘কী করে বলব তোমায়’-এর অন্যতম প্রধান চরিত্র মানসী সেনগুপ্ত ওরফে পায়েল সেন। মানসীর কথায়, “হঠাৎ একদিন খুব কোমরে ব্যথা শুরু হয়। উঠে দাঁড়াতে পারছিলাম না। খুব উইকনেস ছিল। এর মধ্যে অভিজিতেরও (মানসীর স্বামী) পজেটিভ আসে। এর পরেই আমি টেস্ট করালে রিপোর্ট পজেটিভ আসে।” তিনি জানান, বেশ কিছু দিন আগেই করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। ইতিমধ্যেই দশ দিন পার হয়ে গিয়েছে। আগামী তিন-চার দিনের মধ্যে পুনরায় কোভিড পরীক্ষা করাবেন তিনি। যদি রিপোর্ট নেগেটিভ আসে তবে শুটিংয়ে যোগ দেবেন মানসী। যদিও আগের থেকে অনেকটাই সুস্থ তিনি। কিন্তু খাওয়া দাওয়ার ইচ্ছে নেই বলেই জানিয়েছেন।