তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন টলি তারকা রণিতা দাস, শ্রীতমা ভট্টাচার্য, দিশা রায় চৌধুরী, সৌপ্তিক চক্রবর্তী

এবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন টলি তারকা রণিতা দাস, শ্রীতমা ভট্টাচার্য, দিশা রায় চৌধুরী, সৌপ্তিক চক্রবর্তী। তাঁদেরকে স্বাগত জানান তৃণমূল সাংসদ দোলা সেন। শনিবার তৃণমূল ভবনে  রণিতা, দিশা, শ্রীতমা, সৌপ্তিকদের হাতে দলীয় পতাকা তুলে দেন, তৃণমূল সাংসদ দোলা সেন। উপস্থিত ছিলেন অভিনেতা তথা যুব তৃণমূলের সভাপতি সোহম চক্রবর্তী। দোলা সেনের কথায়, টিভি ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে এরাঁ দর্শকদের মন জয় করেছেন। আমার আশা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবেও এরাঁ মানুষের মন জয় করবেন। রণিতা দাস বলেন, ”আমরা যেমন অভিনয় করি এবং করব। তবে গত ১০ বছর ধরে দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ছিলাম, তবে আজ তৃণমূলের সদস্য হলাম। আমাদের যা কাজ দেওয়া হবে, তা করার চেষ্টা করব। আমাদের ভাবনা তরুণ-তরুণীদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। আমরা দিদির মতো হতে চাই।” শ্রীতমার কথায়, ”কাজ করতে গিয়ে দিদির সান্নিধ্য, আশীর্বাদ পেয়েছি। বিভিন্ন সমস্যায় পাশে পেয়েছি। আমার বাবা সমাজসেবী ছিলেন, তিনি চেয়েছিলেন আমিও কাজ করি। তবে মানুষের সেবা করা সহজ নয়, তবে মনে করি তৃণমূলে থেকে সে কাজটা করা সহজ হবে।”  এদিন তৃণমূল পরিবারে তাঁদের সামিল করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সহ দলের সকলকে কে ধন্যবাদ জানাতে ভুললেন না অভিনেতা সৌপ্তিক চক্রবর্তী এবং দিশা রায় চৌধুরী।

Joining of eminent personalities at Trinamool Bhavan | বিশিষ্ট ব্যক্তিবর্গের তৃণমূল কংগ্রেসে যোগদান।

Joining of eminent personalities at Trinamool Bhavan | বিশিষ্ট ব্যক্তিবর্গের তৃণমূল কংগ্রেসে যোগদান।

Posted by All India Trinamool Congress on Friday, 5 February 2021