প্রকাশ্যে এল ‘সহবাসে’-এর পোস্টার

প্রকাশ্যে এল আপকামিং ছবি ‘সহবাসে’-এর পোস্টার। মোজো টেল প্রযোজিত এই ছবিটি পরিচালনা করেছেন অঞ্জন কাঞ্জিলাল। নির্মাতাদের তরফে সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার পোস্ট করা হয়। পাশাপাশি ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমরা যারা এখনও বেঁচে আছি ভালোবেসে, তাদের জন্য আসছে নতুন ছবি সহবাসে।’ ক্যাপশনের এই লেখা থেকেই বোঝা যাচ্ছে এক অন্যরকম ভালোবাসার গল্প তুলে ধড়া হয়েছে এই ছবিতে। ‘সহবাসে’-তে মুখ্য ভূমিকায় থাকছেন অনুভব এবং ইশা সাহা। এছাড়াও বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন সায়নী ঘোষ, রাহুল ব্যানার্জী, ব্রাত্য বসু, দেবলীনা দত্ত মুখার্জী, তুলিকা বসু, শুভাশিস মুখার্জী প্রমুখ। ছবিতে গান গেয়েছেন দুর্নিবার সাহা, রূপঙ্কর বাগচি।

আমরা যারা এখনও বেঁচে আছি ভালোবেসে, তাদের জন্য আসছে নতুন ছবি সহবাসে। Sahobashe's official poster out now! A film by…

Posted by Mojo Tale on Wednesday, 27 January 2021