নেতাজি জন্মজয়ন্তীতে ভিক্টোরিয়ার মঞ্চে ঊষা উত্থুপ, পাপন, সৌম্যজিত্‍ এবং সৌরেন্দ্র

ভিক্টোরিয়ায় ১২৫তম নেতাজি জন্মজয়ন্তীর অনুষ্ঠানে সুরেলা আবহ তৈরি করলেন ঊষা উত্থুপ, পাপন, সৌম্যজিত্‍ এবং সৌরেন্দ্রর মতো শিল্পীরা। দর্শকের আসনে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করে শিশু শিল্পীরা। বাদ্যের সঙ্গতে গেয়ে ওঠে ‘কদম কদম বাড়ায়ে যা’। প্রত্যেকেই পরেছিল আজাদ হিন্দ ফৌজের ইউনিফর্ম। শিশুশিল্পীদের পরই ‘সুভাষজি’ গানের সুর ধরেন পাপন। তারপর কবিগুরুর ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ সংগীত পরিবেশন করেন ঊষা উত্থুপ। বাংলার পাশাপাশি ইংরাজিতেও গানটি গান। পাপন ও ঊষা উত্থুপের পর ‘ধন ধান্য পুষ্প ভরা’ গানে মঞ্চ মাতান সৌম্যজিত্‍ এবং সৌরেন্দ্র। গানের নেপথ্যে দেশের বিভিন্ন প্রান্তের লোকনৃত্যও পরিবেশন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রদীপ প্রজ্জ্বলন হয়। সন্ধেয় একাধিক শিল্পীর জাতীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *