সিনেমার পর্দায় আসতে চলেছে মহানায়ক উত্তম কুমারের বায়োপিক ‘অচেনা উত্তম’

মহানায়কের জীবনের বহু অজানা গল্প এবার ফুটে উঠবে সিনেমার পর্দায়। বড়পর্দায় আসছে উত্তম কুমারের বায়োপিক। এই বায়োপিকের নাম হতে চলেছে ‘অচেনা উত্তম’। পরিচালনার দায়িত্বে থাকবেন অতনু বোস। প্রচুর অর্থের বিনিময়ে নাকি সিনেমার স্বত্ব কেনা হয়েছে। অরুণ চট্টোপাধ্যায় থেকে ইন্ডাস্ট্রির এক নম্বর অভিনেতা উত্তম কুমার হয়ে ওঠা থেকে শুরু করে তাঁর জীবনের একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ার মতো নানা অজানা কাহিনি থাকছে সিনেমায়। তবে ঠিক বায়োপিকের আকারে নয়। কিংবদন্তির জীবনীর মতো করেই ‘অচেনা উত্তম’ ছবিতে ফুটে উঠবে মহানায়কের জীবনের নানা অজানা কাহিনি। এর আগে অবশ্য টেলিভিশনের পর্দায় মহানায়কের জীবকাহিনি অবলম্বনে যে ধারাবাহিক তৈরি হয়েছিল, তাতে অরুণ চট্টোপাধ্যায় ওরফে উত্তম কুমারের ভূমিকায় প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছিল। এবার শোনা যাচ্ছে, টলিউড ইন্ডাস্ট্রিরই কোনও এক তাবড় অভিনেতাকে দেখা যাবে মহানায়কের ভূমিকায়। সেটা কে তা অবশ্য এখনও জানা যায়নি। মুম্বইয়েরও বেশ কিছু তারকা অভিনয় করবেন বায়োপিকে। উত্তম কুমারের বায়োপিক বললে অবশ্যই তাঁর স্মৃচি বিজড়িত ভবানীপুরের বাড়ির কথা মনে পড়ে। কিন্তু শোনা যাচ্ছে, এই বাড়ির অন্দরমহলে শুটিংয়ের অনুমতি মেলেনি। তাই শুটিং স্পট হিসেবে বেছে নেওয়া হয়েছে দার্জিলিং, টুমলিং থেকে শুরু করে গ্রামবাংলার বেশকিছু অঞ্চলকে।