‘এক্কিস’-এ সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ খিটারপালের চরিত্রে বরুণ

সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ খিটারপালের জীবনী নিয়ে তৈরি হচ্ছে ছবি। ছবির নাম ‘এক্কিস’। ছবিতে অরুণ খিটারপালের চরিত্রে অভিনয় করছেন বরুণ ধাওয়ান। ছবিটি পরিচালনা করছেন শ্রীরাম রাঘবন। ছবির প্রযোজক দিনেশ বিজন। এই তিন জনে মিলেই তৈরি করেছিলেন ‘বাদলপুর’। ফের তিন জনে জুটি বেঁধে তৈরি করছেন ‘এক্কিস’। ২১ বছরের সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ খিটারপাল ছিলেন বীর সেনাপতি। পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধে অসীম সাহসের পরিচয় দিয়েছিলেন তিনি। নিজের প্রাণ অবধি বিসর্জন দিয়েছেন। বীরগাথায় তাঁর নাম জ্বল জ্বল করবে। তাঁকে ভারত সরকার মরণোত্তর ‘পরম বীর চক্র’  দিয়েছে। এ-হেন খিটারপালের চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলা মোটেই সহজ কাজ নয়। তারওপর এই ছবি পরিচালনা করছেন শ্রীরাম রাঘবনের মত খুঁতখুঁতে পরিচালক। পর্দায় অরুণ খিটারপালের জীবনী তুলে ধুরতে তিনি প্রচুর রিসার্চ করেছেন। সব কিছু ঠিকঠাক থাকলে এই বছরের শেষে শুরু হবে শুটিং। স্বাভাবিকভাবেই তাঁর চরিত্রকে ফুটিয়ে তুলতে যথেষ্ট কসরত করতে হবে বরুণকে। প্রযোজক আরও জানিয়েছেন নিজের প্রস্তুতির জন্য বরুণ আড়াই থেকে তিন মাস সময় চেয়েছেন। এরপরেই তিনি শুটিং শুরু করবেন। পরিচালক এবং প্রযোজক দু’জনেই বরুণকে এই সময়টুকু দিতে চান। হাতে কিছুটা সময় নিয়েই বছরের শেষে ‘এক্কিস’-এর শুটিং শুরু করতে চান প্রযোজক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *